নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাইয়ের ভোইওয়াডা এলাকায় ১৪ বছরের এক নাবালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঐই নাবালক অনলাইন ভিডিও গেমসের প্রতি প্রবল আসক্ত ছিল। ''ফ্রি-ফায়ার'' নামের গেমটি ভারতে নিষিদ্ধ হলেও ভিকটিম তখনও ওই গেমই খেলছিল। বাবা-মায়ের নিষেধ করলে সে অভিমানে আত্মঘাতী হয়। জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতিতে সে এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।