নিজস্ব সংবাদদাতাঃ চোট মানুষ হামেশাই পেয়ে থাকেন। কিন্তু এই শীত কালে চোটের ব্যথা সহজে সারতে চায় না। তাই সর্ষের তেলে এক কোয়া রসুন ও কালো জিরে দিয়ে তেলটাকে ফোটান ভালো করে। তারপর তেলটা ছেঁকে নিয়ে, ঠাণ্ডা করে ব্যথা পাওয়া জায়গা গুলোতে লাগান। দেখবেন ব্যথা কমে যাবে।
নিজস্ব সংবাদদাতা: সঙ্গমের মজা বৃদ্ধি করতে চান? তাহলে শুরু থেকেই সঙ্গমের ডিসার্টে চলে যাবেন না। শুরু করুন স্টার্টার দিয়ে। স্টার্টারে চুম্বন এবং সঙ্গে সঙ্গিনীর স্তনের সঙ্গে খেলুন। নারীদের ক্ষেত্রে প্যান্টের ওপর দিয়ে পুরুষের লিঙ্গে হাত বোলান। তারপরে আসুন মেইন কোর্সে। সেখানে সঙ্গমের মাত্রা ধীরে ধীরে শুরু করে শেষ করুন গায়ের জোড় দিয়ে। বেশ কয়েকটি পজিশন ট্রাই করেন। সবশেষে ডিসার্টে পুরুষের বীর্য মুখে নিয়ে তার সঙ্গে চুম্বনে মাতুন। আলতো আঁচে সঙ্গমকে রসিয়ে রসিয়ে মধুর হতে দিন।