চোটের হাত থেকে নিস্তার পান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চোটের হাত থেকে নিস্তার পান

​নিজস্ব সংবাদদাতাঃ চোট মানুষ হামেশাই পেয়ে থাকেন। কিন্তু এই শীত কালে চোটের ব্যথা সহজে সারতে চায় না। তাই সর্ষের তেলে এক কোয়া রসুন ও কালো জিরে দিয়ে তেলটাকে ফোটান ভালো করে। তারপর তেলটা ছেঁকে নিয়ে, ঠাণ্ডা করে ব্যথা পাওয়া জায়গা গুলোতে লাগান। দেখবেন ব্যথা কমে যাবে।