নিজস্ব সংবাদদাতাঃ সময়সীমা শেষ। ৪৮ ঘণ্টার মধ্যে নির্দল প্রার্থীদের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বলা হয়েছিল, পুরভোটে নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝাঁপাতে হবে। নচেৎ বহিষ্কার করা হবে। কিন্তু দলের দেওয়া সময়সীমা শেষের পরও নদিয়ার নির্দল প্রার্থীরা সেই নির্দেশ মানেননি। যার জেরে তাঁদের উপর নেমে এল শাস্তির খাঁড়া। বৃহস্পতিবার নদিয়া সফরে গিয়ে সেখানকার মোট ২৩ জন নির্দল প্রার্থীকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়। এর মধ্যে কৃষ্ণনগর পুরসভাতেই এই সংখ্যা ১১।