রাহুল পাসোয়ান, আসানসোলঃ তেলেঙ্গানা ঘটনার প্রতিবাদের আঁচ পৌঁছালো আসানসোলে। বৃহস্পতিবার আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা। জানা গিয়েছে ১৪ ই ফ্রেবয়ারি তেলেঙ্গানায় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর এদিন কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা। এই বিক্ষোভের মাধ্যমে তেলেঙ্গানা সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিক্ষোভ শেষে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়।