নিজস্ব সংবাদদাতাঃ আপাতত হরিয়ানা সরকারের সিদ্ধান্তই কার্যকর থাকবে। সে রাজ্যে বেসরকারি চাকরিতে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণের আইন বহাল থাকবে বলেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের অন্তর্বর্তী রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার হরিয়ানা ও পাঞ্জাব হাই কোর্টকে আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, যতদিন না চূড়ান্ত রায় ঘোষণা হচ্ছে, ততদিন বহাল থাকবে বেসরকারি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত।