দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ দীর্ঘ টালবাহানার পর অবশ্য রাজ্যের ১০৮ টি পৌরসভায় হতে চলেছে নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ টি ওয়ার্ড। পৌরসভা নির্বাচনে শাসক-বিরোধী দলের প্রার্থীর পাশাপাশি নির্দল প্রার্থীর প্রচারেও এক অন্য মাত্রা নিয়েছে চন্দ্রকোনা টাউন। রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি যখন ব্যস্ত তাদের কার্যকলাপ করতে। ঠিক তখনই আবার চন্দ্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উঠে এলো ভিন্ন চিত্র। সাধারণ মানুষের অভিযোগ কিছু সামগ্রিক উন্নয়ন হলেও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জল, রাস্তাঘাট এখনো সঠিকভাবে পৌঁছায়নি। ৬ নম্বর ওয়ার্ডের শ্রমিকদের দাবি এখনো তাদের কছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পৌঁছায়নি। আবার ঠিক অন্যদিকে তন্ময় দণ্ডপাট জানিয়েছেন সরকার সঠিকভাবে কাজ করছেন। একদিকে উন্নয়নের কাজ হয়েছে দাবি করলেও কিছু মানুষের দাবি উন্নয়ন যথেষ্টভাবে পৌঁছায়নি এলাকার সাধারণ মানুষের কাছে। উন্নয়ন মুসলিম মেয়ে মানুষের কাছে পৌঁছেছে বলে অভিযোগ তাদের। সব মিলিয়ে চন্দ্রকোনা পৌরসভার নির্বাচনে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। তারা চাইছেন দল মত-নির্বিশেষে সাধারণ মানুষের উন্নয়নের পাশে থাকুক।