দুর্ঘটনা রুখতে এবার ট্রেনেও ব্ল্যাক বক্স!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্ঘটনা রুখতে এবার ট্রেনেও ব্ল্যাক বক্স!

নিজস্ব সংবাদদাতাঃ নজরে নিরাপত্তা। বিমানের মতো এবার দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনেও বসানো হবে ব্ল্যাক বক্স। যাঁর নাম দেওয়া হচ্ছে ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম। লোকো ইঞ্জিনে এই সিস্টেম বসানো হবে। ট্রেনে কোনও দুর্ঘটনা কিংবা আপদকালীন পরিস্থিতি তৈরি হলে তার কারণ সহজেই বুঝতে পারা যাবে এই সিস্টেম থেকে। পরীক্ষামূলক ভাবে পূর্ব রেলে চালু করা হচ্ছে এই পরিষেবা। দুর্ঘটনা কী কারণে হচ্ছে বা দুর্ঘটনা কিভাবে রোখা যেতে পারে সেই ভাবনা থেকেই এই সিস্টেম আনা হচ্ছে। ইতিমধ্যে আসানসোল ডিভিশনের ছ’টি গাড়িতে এবং হাওড়া ডিভিশনের একটি গাড়িতে ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। পরবর্তীতে আরও ২০টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা চালু করা হবে।