হরি ঘোষ, দুর্গাপুর : বৃহস্পতিবার দুর্গাপুর বিধান নগর PCBL কলোনি এলাকায় PCBL কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হল পুষ্প প্রদর্শনী। এদিন পুষ্প প্রদর্শনী দেখতে হাজির হন কারখানার আধিকারিকরা এবং দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল সহ অন্যান্যরা। পুষ্প প্রদর্শনীতে ৪৬ জন তাদের বাগানে ফুল ও সবজির চারা রোপণ করে অংশগ্রহণ করেন। কারখানার আধিকারিকরা জানিয়েছেন প্রতিবছরের মতো এবছরও তারা পুষ্প এবং সবজির প্রদর্শন করছেন। এটিকে তারা বলেন ফ্লাওয়ার্স এন্ড ভেজিটেবল কার্নিভাল। তারা জানিয়েছেন নানান প্রজাতির ফুল প্রদর্শনীতে তুলে ধরা হয়। কারণ কারখানার যে সমস্ত শ্রমিক রয়েছে তাদের মধ্যে সবুজায়নের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য তারা উদ্যোগ নিয়ে প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করেন। কারণ বিশ্ব উষ্ণায়ন রুখতে দরকার বৃক্ষরোপণ। তাই ছাদ হোক বা উঠোন ফুলের চারা বসিয়ে একদিকে যেমন সবুজায়ন বাড়বে তেমন বাতাসে অক্সিজেনের মাত্রাও বাড়বে। অংশগ্রহণকারীদের গোয়েঙ্কা ট্রফি দেওয়া হবে ।