নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিভিন্ন প্রান্তে যখন হিজাব বিতর্ক মাথাচাড়া দিচ্ছে, তখন অতীত সংস্কার থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। জানিয়ে দিলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্মই হওয়া উচিত পড়ুয়াদের একমাত্র পোশাক। বিতর্কিত লেখিকার বিস্ফোরক মন্তব্য, হিজাব হল সতীত্বের পাহাড়াদারি করা পোশাক। যা মনে করিয়ে দেয়, মেয়েরা আসলে সম্ভোগের বস্তু। তসলিমা বলেন, “একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়।” তসলিমা আরও বলেন, “বরং স্কুলে শেখানো হয় নাগরিক অধিকার, লিঙ্গ সাম্য, মানবিকতা, আধুনিক মনস্কতা, বিজ্ঞান ভাবনা ইত্যাদি।”