নিজস্ব প্রতিনিধি -২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'দৃশ্যম' -এর সাফল্যের পর, অজয় দেবগন 'দৃশ্যম ২' এর সিক্যুয়ালে ফিরে আসার জন্য প্রস্তুত। মুম্বাইতে মুভিটির কাজ শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, গোয়াতেও শুটিং হবে ছবিটির। ৫২ বছর বয়সী অভিনেতা তার ভক্তদের সাথে খবরটি ভাগ করতে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন। "বিজয় কি আবার তার পরিবারকে রক্ষা করতে পারবে?"