নিজস্ব সংবাদদাতা : ভোট আবহে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। সেই সঙ্গে চলছে একে অপরকে দোষারোপ করাও। পাঞ্জাব নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। বলেন, "মানুষ আমাদের (কংগ্রেস) ভালো কাজ মনে রাখছে। তারা (বিজেপি) প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা ইস্যুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনগণকে অসম্মান করার চেষ্টা করেছিল। ধনী লোকেরা আরও ধনী হচ্ছে যখন দরিদ্র লোকেরা আরও গরিব হচ্ছে। তাদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতি সম্পর্কে কোনো ধারণা নেই। বিষয়টি শুধু জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সরকার পররাষ্ট্রনীতিতেও ব্যর্থ হয়েছে। চীন আমাদের সীমান্তে বসে আছে এবং এটিকে দমন করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতিবিদদের আলিঙ্গন করে, বা দাওয়াত ছাড়া বিরিয়ানি খেতে গিয়ে সম্পর্কের উন্নতি হয় না। তাদের (বিজেপি সরকারের) জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তি করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে।"