মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব রাজ্যপালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতা : দিন দিন বেড়েই চলেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। শেষমেষ ট্যুইটারে জগদীপ ধনকড়কে ব্লক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী। এবার পরিস্থিতি প্রশমিত করতে চিঠি পাঠিয়ে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন জগদীপ ধনকড়। এ প্রসঙ্গে পর পর দুটি ট্যুইটে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে যে কোনো সময়ে রাজভবনে আলাপচারিতার জন্য যাওয়ার অনুরোধ জানিয়েছেন। ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, "বেশ কিছু বৈধ প্রশ্নের জবাব মিলছে না দীর্ঘদিন। দুপক্ষের মধ্যে সহাবস্থান না থাকলে সাংবিধানিক অচল অবস্থা তৈরি হতে পারে। অবিলম্বে আলোচনা প্রয়োজন। বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা দরকার।"