বিপদে আমেরিকা! হুঁশিয়ারি নোয়া-র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিপদে আমেরিকা! হুঁশিয়ারি নোয়া-র


নিজস্ব সংবাদদাতাঃ গত ১০০ বছরে যতটা উঠেছিল তার সমান তো বটেই আগামী ৩০ বছরে তার চেয়েও বেশি উপরে উঠে আসতে পারে মহাসাগরের জলস্তর। আমেরিকার পূর্ব ও পশ্চিম, দু’টি উপকূলেই এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উষ্ণায়ন ও দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের জন্য আমেরিকার লাগোয়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের জলস্তর ২০৫০ সালের মধ্যে অন্তত এক ফুট বা তার কিছু বেশি উপরে উঠে আসবে পশ্চিম উপকূলে। পূর্ব উপকূলে তা উঠে আসবে দু’ফুট বা তারও বেশি। সম্প্রতি সে দেশের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন(নোয়া) ১১১ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।