বসিরহাটে ভয়াবহ আগুন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বসিরহাটে ভয়াবহ আগুন!

নিজস্ব সংবাদদাতাঃ যৌনপল্লীতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পঞ্চাশটি ঘর। আগুনে আহত হয়েছেন পাঁচ জন। দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বসিরহাটের মাটিয়া থানার মাটিয়া বাজার এলাকার এক যৌনপল্লীতে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ঘটনায় আশ্রয়হীন অন্তত ২০০ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত কয়েক লাখ টাকা। বুধবার বিকালে হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ওই ঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। যার ফলে যৌনপল্লীর পঞ্চাশটি ঘর ও আশেপাশের ছোট বড় দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। দুর্ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়েও শেষ রক্ষা হয়নি। পরে দমকল কর্মীদের প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।