নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ খাবারের খোঁজে লোকালয়ে দাঁতাল হাতি। আর রাতভর সেই দাঁতাল হাতির আতঙ্ক দাঁতন থানা এলাকার সিংদা, পুন্দড়া, পানশোলা এলাকায়। স্থানীয়দের দাবি, সুবর্ণরেখা নদী লাগোয়া জঙ্গল থেকে প্রায় ৩০- ৩৫ টি দাঁতালের একটি দল চলে আসে এলাকায়। এই সময় চাষের মরসুম সবজি, ধান রয়েছে মাঠ জুড়ে। সবজি খেয়ে যথেষ্ট ক্ষতি করেছে হাতির পাল। সকাল হতেই হাতির পাল চলে গেলেও একটি দাঁতাল এলাকায় রয়ে যায় বলে দাবী স্থানীয়দের। এরপর এলাকাবাসী দাঁতালটিকে তাড়ানোর চেষ্টা করে। বেলা বাড়ার সাথে সাথে হাতিটি দাপিয়ে বেড়ায় এলাকায়। সবরকম চেষ্টা করেও হাতিটিকে তাড়াতে পারেনি স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরে। এলাকাবাসীর দাবি, খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে দাঁতালের দল। মাঠে কপি, সরষে, কুমড়ো, ধান প্রভৃতি চাষের ক্ষতি হয়েছে। খেয়ে পায়ে মাড়িয়ে সবজি নষ্ট করেছে হাতির পাল এমনটাই দাবি স্থানীয়দের।