নিজস্ব সংবাদদাতাঃ চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা হুয়েই-র অফিসে আয়কর হানা। জানা গিয়েছে, বুধবার সংস্থাটির দিল্লি, গুরুগ্রাম ও বেঙ্গলুরুর দপ্তরে হানা দেন আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, হুয়েই-র বিরুদ্ধে কর ফাঁকির বেশকিছু অভিযোগ রয়েছে। এমনই একটি মামলায় এদিন চিনা ‘টেক জায়ান্ট’টির অফিসে অনুসন্ধান চালান আয়কর বিভাগের আধিকারিকরা। তল্লাশির পর হুয়েই দপ্তর থেকে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা বলে খবর। এদিন তল্লাশি চলাকালীন চিনা সংস্থাটির ভারতীয় শাখার আর্থিক লেনদেন খতিয়ে দেখেন তদন্তকারীরা। একইসঙ্গে হুয়েই-র শীর্ষই আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।