পশ্চিম মেদিনীপুরে দল বিরোধী কাজের জন্য ২০ জন তৃণমূল নেতা বহিষ্কার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পশ্চিম মেদিনীপুরে দল বিরোধী কাজের জন্য ২০ জন তৃণমূল নেতা বহিষ্কার

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ আগামী পৌরসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভাতে বিরুদ্ধ কার্যকলাপের জন্য কুড়ি জনকে বহিষ্কার করল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পৌর নির্বাচনে দুই জেলার কো-অর্ডিনেটর মানস রঞ্জন ভূঁইয়া ও অজিত মাইতি। তারা জানান," মেদিনীপুর পৌরসভা নির্বাচনে দল প্রার্থী দেওয়া সত্ত্বেও সেই ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্য কাউকে প্রার্থী করার জন্য ১১ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সৌরভ বিষই, ১৩ নং ওয়ার্ডে এরশাদ আলী, ১৪ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক ও বিশ্বেশ্বর নায়েক, ২০ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সোমা মাইতি ও হিমাংশু মাইতি, ২০ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অঞ্জলি চৌধুরী ও স্বপন চৌধুরী, ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অঞ্জনা রায়, ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মানস দাস এছাড়া দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ায় খড়গপুরে ৫ জন, ক্ষীরপাইয়ে ১ জন, চন্দ্রকোনার ১ জন, রামজীবনপুরে ১ জনকে বহিষ্কার করল তৃণমূল। এছাড়াও খড়গপুর শহরের তৃণমূল যুব সভাপতি অসিত পাল ও ক্ষীরপাই ৪ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি মনোজ হালদারকে পদ থেকে সরানো হলো। একই সাথে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেস থেকে ৫ জনকে বহিষ্কার করা হলো বলে জানিয়ে দেওয়া হয় দলের পক্ষ থেকে।" এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশীষ হুদাইত।