নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে চরম নিপীড়িত সংখ্যালঘুরা। মৌলবাদীদের হামলার মুখে নিজের ভিটেমাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বহু পাকিস্তানি হিন্দু ও শিখ ধর্মাবলম্বী। এহেন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করল ‘ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরাম’ নামের এক সংগঠন। বুধবার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লেখেন ‘ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরাম’-এর প্রেসিডেন্ট পুনিত সিং চান্দক। চিঠিতে চান্দক লেখেন, “পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাষ্ট্রসংঘের হতক্ষেপের দাবি জানিয়ে আমি এই চিঠি লিখছি। সংখ্যালঘুরা চরম নির্যাতন ও ঘৃণ্য অপরাধের শিকার। বিশেষ করে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল, তাদের নিশানা করা হচ্ছে।”