৪৪ বছরের লাল দুর্গ কেন বিরোধীশূন্য?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৪৪ বছরের লাল দুর্গ কেন বিরোধীশূন্য?


নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ ৪৪ বছরের লাল দুর্গ এখন বিরোধীশূন্য, কেন এই ফলাফল? এ বিষয়ে আসানসোল পৌরনিগমের বিগত বোর্ডের জল দপ্তরের মেয়র পরিষদ তথা রানীগঞ্জ বোরোর প্রশাসক পূর্ণশশী রায় জানান, 'জামুড়িয়ার উন্নয়নের ব্যাপারে মানুষ তাদের রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন।'
তিনি জানান, 'প্রচুর উন্নয়ন করার পরও এখনো মানুষের সমস্যা পুরোপুরি মেটানো সম্ভব হয়নি।' কারণ হিসেবে তিনি জানান, 'তৃণমূল সরকারের আগে বাম জমানায় জামুড়িয়ার কোনো উন্নয়ন হয়নি। যার ফলে মানুষের প্রচুর সমস্যা ছিল। মানুষের সেই সমস্যাগুলো মিটিয়ে নতুন সরকারি সুবিধা দিতে একটু সময় লাগছে। তবে নতুন করে যে বোর্ড তৈরি হওয়ার পরে জামুড়িয়ার চিত্রটাই পাল্টে যাবে।'


পূর্ণশশী রায় জানান, তাদের বোর্ডে রানিসায়ের মোড় থেকে জামুড়িয়া ,চাঁন্দা মোড় থেকে জামুড়িয়া ,জামুড়িয়া থেকে দোমাহানি পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ও নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সৌন্দর্যায়নের দিকে নজর রাখা হয়েছে। জামুড়িয়া সমস্ত রাস্তায় স্ট্রীট লাইট লাগানো হয়েছে। প্রতিটা গ্রামে রাস্তা পাকা করা হয়েছে। প্রায় জায়গায় ড্রেনিং ব্যবস্থা করা হয়েছে। জামুড়িয়ায় খেলার মান উন্নত করার লক্ষ্যে ১০টিরও বেশি খেলার মাঠ প্রাচীর দিয়ে ঘিরা দেওয়া হয়েছে। প্রায় সমস্ত পুকুর ঘাট পাকা করা হয়েছে।
 জামুড়িয়ায় জলের সমস্যা দীর্ঘদিনের। বর্তমানে প্রায় ৫০ কোটি টাকা খরচা করে চারটি ওভারহেড জলের ট্যাঙ্ক তৈরি করে সাধারণ মানুষের জল সমস্যা মেটানো হয়েছে। বাম জমানায় শিল্প তৈরি হলেও শিল্পে স্থানীয় বেকাররা কাজ পেতেন না। তারা পৌরনিগমের ক্ষমতায় আসার পর স্থানীয় বেকারদের স্থানীয় কারখানায় কাজের ব্যবস্থা করেছেন। জামুড়িয়ায় তিনটি নতুন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। যার ফলে প্রচুর মানুষ এই করোনা মহামারী সময় উপকৃত হয়েছেন।' জামুড়িয়ায় যানজট একটা বড় সমস্যা ছিলো। বাজারকে যানজট মুক্ত করতে বাইপাস রাস্তা তৈরি করা হয়েছে।  জামুড়িয়ায় আশ্রয়হীন,গৃহহীন রাস্তার মানুষদের জন্য ৫০ শয্যার সেল্টার ফর উর্বান হোমলেস তৈরি করা হয়েছে ।  বর্তমানে সেখানে ১৬ জন  মানুষ আশ্রয়ে রয়েছেন। যেটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা হয়।  পূর্ণশশী রায় জানান, 'এখনো কিছু কাজ শেষ হতে বাকি রয়েছে। তবে বাম সরকারের জমানায় জামুরিয়া কে পিছিয়ে নিয়ে না গেলে উন্নয়নে নিরিখে বর্তমানে জামুরিয়া পশ্চিমবাংলার একটা উদাহরণ হতে পারত।'