কোকওভেন থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল ও বাইক উদ্ধার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কোকওভেন থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল ও বাইক উদ্ধার

হরি ঘোষ, দুর্গাপুর : বেশ কিছুদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানা এলাকায় মোবাইল ও বাইক চুরির ঘটনা ঘটছিল। এবার দুষ্কৃতীদের সেই ৱ্যাকেটকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করলো দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৩১টির মতো মোবাইল ফোন, একটি ট্যাব, ও ল্যাপটপ, একই সাথে চুরি যাওয়া দুটি বাইকও উদ্ধার করলো পুলিশ। বেশির ভাগ মোবাইল ট্র্যাক করে পুলিশ উড়িষ্যা থেকে উদ্ধার করে, অভিযুক্তরা ভিন রাজ্যের। একজন মিডিয়েটর রেখে দুষ্কৃতীরা এই অপকর্ম করত। সেই মিডিয়েটরকে গোপন সূত্রে আটক করে অপরাধ চক্রের মূল পান্ডাদের কাছে পৌঁছায় পুলিশ। বুধবার চুরি যাওয়া মোবাইল ও বাইক দুটি তাদের মালিকের হাতে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা। আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর জোনের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, পুলিশ ধৃতদের জেরা করে অপরাধচক্রের সাথে যুক্ত বাকিদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। অন্যদিকে চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খুশি মোবাইল ও বাইকের মালিকরা। আসানসোল দুর্গাপুর পুলিশের এই সাফল্যে খুশি শহরের মানুষ।