হরি ঘোষ, দুর্গাপুরঃ রাজ্য জুড়ে তলানিতে ঠেকেছে করোনা সংক্রমণ। দু'বছর ধরে বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। গৃহবন্দি হয়েছিল পড়ুয়ারা। কয়েক সপ্তাহ আগে খুলেছে সপ্তম শ্রেণীর ঊর্ধ্বে পড়ুয়াদের নিয়ে স্কুলের ভেতর পঠন-পাঠন। এবার অষ্টম শ্রেণীর নীচের পড়ুয়াদের জন্য খুলে গেল স্কুলের দরজা। দীর্ঘদিন পর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো পঠন-পাঠন। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশমতো বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ক্লাস রুমের ভেতরে পঠন-পাঠন। স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়া যাচ্ছে পড়ুয়াদের। আর যেন ক্লাস বন্ধ না হয় দাবি রাখছে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা।