নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরে কানাডিয়ান সরকারের করোনা বিধিনিষেধ ও টিকাকরণ নীতির বিরুদ্ধে পথে নেমেছেন শয়ে শয়ে ট্রাক চালক। বিক্ষোভে অসংখ্য সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গিয়েছে। পরিস্থিতি এমন হয়েছিল যে পরিবার সহ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ ১৮ দিন হয়ে গেলেও এখনও বিক্ষোভ থামার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। এর আগে কানাডিয়ান সংসদে বক্তব্য রাখার সময়, বিক্ষোভ থামাতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার সেই পথেই হাঁটল ট্রুডো প্রশাসন। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। ১৯৮৮ সালের জরুরি অবস্থা সংক্রান্ত আইন প্রয়োগ করার কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। কানাডাতে এর আগে কখনও এই আইন প্রয়োগ করা হয়নি বলেই জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, এই আইন আগামী ৩০ দিন ধরে বলবৎ থাকবে।