নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে গাড়ি নিয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হলেন এক আগন্তুক। ধরা পড়ার পর ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর শরীরে চিপ লাগানো রয়েছে। যদিও তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিল্লি পুলিশ জানিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।