নিজস্ব সংবাদদাতাঃ বাপ্পি লাহিড়ির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। “বাপ্পি চলে গিয়েছে। সকালে খবরটা পাওয়ার পর নিজেকে সামলাতেই পারিনি। আমি কথাই বলতে পারছি না কারওর সঙ্গে। আমার সব গান, সব শো তো ওঁর গানেই। সেই বাপ্পি আজ চলে গেছে আমি বিশ্বাসই করতে পারছি না। আমাকে একজন ফোন করে খবরটা কনফার্ম করতে বলেছিলেন। আমি জানিও না কী হল। আমার কথা বলার ভাষা নেই। মনটা আজ আমার ভেঙে গেছে। এত গান তো ওঁর জন্যেই করতে পেরেছি আমি। ‘রম্বা হো’, ‘হরি ওম হরি’ থেকে শুরু করে সব গান। ‘কই ইয়াহা নাচে নাচে’… আমার আর কিছু বলারই নেই… আমি কথা বলতে পারছি না।”