নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সকালেই খবর আসে বাপ্পি লাহিড়ি প্রয়াত। মাত্র ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। মঙ্গলবার অবস্থার অবনতি ঘটায় ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই মৃত্যু ঘটে তাঁর। সঙ্গীত জগতে আলো করে ছিলেন চির আনন্দমুখর মানুষটি। তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। গভীর শোকে সারাদেশের সঙ্গীতপ্রেমী মানুষ। বাপ্পি লাহিড়ির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ।
“খুবই দুঃখের কথা। গত সপ্তাহেই আমরা হারিয়েছি লতা মঙ্গেশকরকে। সদ্য সদ্য খবর এল যে বাপ্পিদাও চলে গিয়েছেন। জানি না কার নজর লেগেছে গানের ইন্ডাস্ট্রির উপর। খুব দুঃখ লাগছে। কী আর বলব বলুন। বড়সড় ক্ষতি। বাপ্পিদা আমাদের ডিস্কো কিং। কত কত কাজ করেছেন আমাদের জন্য। সঙ্গীত জগৎকে উপহার দিয়েছেন কত কত মণিমাণিক্য। এত কাজ করেছেন, জবাব নেই। অনেক বছর আগেরকার কথা মনে পড়ে যাচ্ছে। আমি তখন স্ট্রাগল করছিলাম। সারাজীবন ধরেই তো এই স্ট্রাগল চলে। সেই সময় দেখতাম, একই সময়ে ৫-৬টি স্টুডিয়োতে ওঁর রেকর্ডিং চলছে। এত ব্যস্ততার মধ্যেও তিনি সদা হাস্যমুখে দারুণ কিছু সৃষ্টি করে গিয়েছেন। সঙ্গীত জগতের অনেক বড় স্তম্ভ আজ চলে গেলেন আমাদের ছেড়ে। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর অভাব আমরা সবসময়ই অনুভব করব। ওঁর তৈরি গান আমাদের মনে-প্রাণে সবসময় বিরাজ করবে।”