রাহুল পাসোয়ান, আসানসোলঃ দীর্ঘ দু'বছর কোভিড পরিস্থিতির পর ফের খুলে গেল স্কুল। সম্পূর্ণভাবে স্কুল খুললো বুধবার থেকে। প্রাথমিক বিভাগের সাথে স্কুলে ক্লাস করবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরাও। স্কুলে আসতে পেরে খুশি খুদে পড়ুয়ারা। আসানসোল শহরের প্রাথমিক ও হাই স্কুলে সকাল থেকেই হই হই ব্যাপার। দীর্ঘদিন পর সেই চেনা ক্লাসরুম, চেনা স্যাররা, বন্ধুদের সঙ্গে খুনসুটি। দীর্ঘ দু'বছর পর স্কুল খোলায় স্কুলের খুদে পড়ুয়ারা, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা সবাই খুশি সরকারি এই সিদ্ধান্তে। তবে সবার দাবি ছাত্র-ছাত্রীরা যাতে সুস্থ, স্বাভাবিক থাকতে পারেন তাই সমস্ত রকমের কোভিড বিধি মেনেই পঠনপাঠন করা হোক। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্ত সাবধানতা অবলম্বন করে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার সঙ্গে পড়াশোনা করানো হবে।