দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ দু’বছর পর বুধবার থেকে স্কুলমুখী খুদেরা। ছোটদের তো আসলে দুটো বাড়ি। বাবা-মায়ের বাড়ি আর স্কুল বাড়ি। এতদিন বন্দি করে রেখেছিল দুষ্ট ভাইরাস। এবার মুক্তি। আজ থেকে ফের শিক্ষামন্দিরে শোনা যাবে ঘণ্টার ধ্বনি। ঘরবন্দি থেকে এতদিনে বিচ্ছেদ হয়েছে বন্ধুদের সঙ্গে। আজ ফের আড্ডা, প্রাণখোলা হাসি। স্কুলে ক্লাস করবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরাও। শিক্ষা দফতরের নির্দেশ মেনেই পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ভজহরি হাইস্কুল খুলল। দীর্ঘ দিন পর গৃহবন্দি দশা কাটিয়ে স্কুলে আসা। সহপাঠীদের সঙ্গে ফের গল্প, ফের খেলাধুলো। সেই পরিচিত পরিবেশ। সেই ক্লাসরুমে বসে লেখাপড়া।