নিজস্ব সংবাদদাতাঃ গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব সকলের জীবনে কম বেশি পড়ে থাকে। এমনই দাবি জ্যোতিষবিদদের। এর প্রভাবে কারোর কেরিয়ারে তুমুল উত্থান হয়, আবার কারোর চরম অবনতি। জ্যোতিষশাস্ত্র মতে আগামী ৩১৯ দিন মেষ, মিথুন, সিংহ এবং কুম্ভ এই ৪ রাশির জাতকরা ব্যবসা এবং চাকরি কেরিয়ারে ব্যপক সফলতা পাবেন।