নিজস্ব সংবাদদাতাঃ গতকালের তুলনায় কিছুটা বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে পাঁচশোর নিচেই রয়েছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। তবে রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজার ৬৪৪ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।