নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকের হিজাব বিতর্কের মাঝেই এইবার স্কুলে পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থীরা। কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। কর্নাটকের এই হিজাব বিতর্কের আঁচ বিভিন্ন রাজ্য তথা বিদেশেও পৌঁছে গিয়েছিল। কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের স্কুল ইউনিফর্ম নিয়ে নির্দেশের সমালোচনা করেছেন বিদেশের বহু ব্যক্তিত্বও। এই নিয়ে মামলা হাইকোর্টে বিচারাধীন। এরপর মঙ্গলবারও কর্নাটকের হিজাব বিতর্ক জারি রইল। এদিন কর্নাটকের উদুপি এবং শিবামোগ্গা জেলায় পরীক্ষা দিতে পারল না পরীক্ষার্থীরা। তাদের হিজাব পরে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ অভিভাবকদের। রাজ্য সরকার পরিচালিত একটি স্কুলের দুই শিক্ষার্থী এবং একজন অভিভাবক এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে স্কুল কর্তৃপক্ষ তাদের হুমকি দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের জানায় যে যদি তারা হিজাব খুলতে রাজি না হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।