নিজস্ব প্রতিনিধি-রণবিজয় সিংহ -র রোডিজ ছেড়ে দেওয়ার কথা ঘোষণার পর এবার সহ-বিচারক নেহা ধুপিয়া ঘোষণা করেছেন যে তিনিও শো ছেড়ে দেবেন। নেহা ২০১৬ সাল থেকে শো-এর অংশ ছিলেন। এক সাক্ষাৎকারে নেহা ঘোষণা করেছেন যে তিনি এই বছর রোডিজের অংশ হবেন না। তিনি বলেন, এই বছর, আমিও রোডিজের অংশ হচ্ছি না। আমার চেয়েও, রণবিজয় কে এর অংশ হতে না দেখা হৃদয়বিদারক,