ইএসআইসি: স্থায়ী অক্ষমতাজনিত সুবিধা লাভ কী?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইএসআইসি: স্থায়ী অক্ষমতাজনিত সুবিধা লাভ কী?

নিজস্ব সংবাদদাতাঃ ইএসআইসি বা কর্মচারী রাজ্য বিমা নিগম তার প্রকল্পের অন্তর্গত শ্রমিক কর্মচারীদের মূলত ৫টি প্রধান সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম সেরা সুবিধা হল অস্থায়ী অক্ষমতাজনিত সুবিধা লাভ ও স্থায়ী অক্ষমতাজনিত সুবিধা লাভ। স্থায়ী অক্ষমতাজনিত সুবিধা লাভ, যাকে আমরা এক কথায় পিডিপি বলি। এর সুবিধা কী? কাজ চলাকালীন এবং কাজের দরুন কোনো দুর্ঘটনার ক্ষেত্রে কোনও কর্মচারীর কর্মক্ষমতা হ্রাস পায় তাহলে তখন তিনি এই সুবিধা পাবেন। এই সুবিধা পেতে হলে কী কী করতে হবে জানতে দেখুন পুরো ভিডিওটি...