দিশা ভিষন আই ক্লিনিকের উদ্বোধন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিশা ভিষন আই ক্লিনিকের উদ্বোধন

দুর্গাপুর,হরি ঘোষ-চক্ষু পরীক্ষার অন্যতম বিশিষ্ট প্রতিষ্ঠান দিশা আই হসপিটাল। রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিশা আই হসপিটাল এর ব্রাঞ্চ রয়েছে। মানুষকে আরো বেশি উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে দিশার নব সংযোজন দিশা ভিশন আই ক্লিনিক। এই আই ক্লিনিকে চক্ষু পরীক্ষা করাতে পারবে সাধারণ মানুষ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, উখড়া, সাঁইথিয়া, সিউড়ি এই চারটি জায়গায় দিশা ভিষন আই ক্লিনিকের উদ্বোধন করা হয় আজ।রোগীদের সুবিধার কথা মাথায় রেখেই করা হল এই ক্লিনিক।