অফলাইনে পরীক্ষা বয়কট পলিটেকনিকের ছাত্র ছাত্রীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অফলাইনে পরীক্ষা বয়কট পলিটেকনিকের ছাত্র ছাত্রীদের

সালানপুর,রাহুল পাসোয়ান- ইন্টার্নাল পরীক্ষা বয়কট করলো নজরুল সেন্টেনারী পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা।কলেজের সামনে বসে পরীক্ষা বয়কটের বোর্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা।তাদের দাবি হলো অনলাইন পরীক্ষা নেওয়া হোক না হলে তাদের সিলেবাস শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক।তাছাড়া তারা কেউ পরীক্ষা দেবে না বলে দাবি করেন।


এই প্রসঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ষা বাউরি বলেন, করোনা কালে অনলাইনে ক্লাস করে হঠাৎ জানানো হয় যে আমাদের অফলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।এই বিষয়ে জানার পরেই আমরা প্রধান শিক্ষকে একটি লিখিত আবেদন করে বলি আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হোক কিন্তু কোনো সুরাহ হয়নি।সিলেবাস শেষ না করে কি ভাবে অফলাইনে পরীক্ষা দিবো।পরীক্ষায় কি লিখবো,প্রাক্টিক্যাল ক্লাস ঠিক মত হয়নি আর প্রাক্টিক্যাল হলো আমাদের সব।তাই আজ থেকে আমরা মানে সব প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এবং পরশু থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করলাম।পরীক্ষা বয়কটের একটি লিখিত স্মারকলিপি প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হলো।ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন তাদের হাতে। 


এই প্রসঙ্গে কলেজের প্রধান শিক্ষক ডাক্তার মহম্মদ ফারুক আলি বলেন ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছি।আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়।কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে,আমার কাছে একটা লিখিত দিয়েছে সেই বিষয়ে আমি উচ্চতম সব আধিকারিকদের জানাবো।