হরি ঘোষ, দুর্গাপুর : ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি জঙ্গি হামলায় শহীদ হন ৪৪ জনেরও বেশি সেনা জওয়ান। সোমবার ১৪ ই ফেব্রুয়ারি দেশজুড়ে কালা দিবস পালন করা হচ্ছে। সেইমতো সোমবার বিকালে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স পর্যন্ত মোমবাতি হাতে মৌন মিছিল করা হয়। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করেন সকলে। মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে অভিষেক রায় বলেন " ২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামায় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সেই হামলায় ৪৪ জন জওয়ান শহীদ হয়। সারা বিশ্বজুড়ে আজ সকলেই প্রেম দিবস পালন করছেন। তাই তরুণ প্রজন্মের কাছে তার আবেদন ১৪ ই ফেব্রুয়ারি সারা দেশজুড়ে যেখানে কালা দিবস পালন করছে সেখানে প্রেম দিবস পালন না করার।" তিনি আরও বলেন " বহু সেনা জওয়ান দেশের রক্ষার জন্য বাড়ি ছেড়ে জীবন হাতে করে তাদের কাজ করছেন।"