নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ভালোবাসার দিনটি অন্যরকম ভাবে পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আড়াবাড়িতে। গাছে ফুলের মালা পরিয়ে সবুজের ভালোবাসায় আবদ্ধ হলেন বনাধিকারী সহ বনকর্মী ও স্থানীয় মানুষজন। অঙ্গীকার করলেন সবুজ বাঁচানোর। এই সবুজ বাঁচাতে পাঁচ দশক আগে উত্তরাখণ্ডে গাছের গুঁড়ি জড়িয়ে ধরেছিলেন স্থানীয় মহিলারা। সেই ‘চিপকো আন্দোলন’ ঠাঁই পায় ইতিহাসে। আজও বিভিন্ন জায়গায় গাছ কাটা রুখতে স্থানীয় বাসিন্দা সহ ছাত্র ছাত্রীরা জড়িয়ে ধরছেন গাছ। সোমবার ভালোবাসার দিনে আড়াবাড়ি বনাঞ্চলে গাছে ফুলের মালা পরিয়ে সবুজের প্রতি ভালোবাসা ও রক্ষার্থে অঙ্গীকারবদ্ধ হলেন উপস্থিত সকলে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে আড়াবাড়ি বনাঞ্চলের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন, সিসিএফ কেপি সিং, ডিএফও সন্দীপ বেরওয়াল, রেঞ্জার মলয় ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া, গোয়ালতোড়ের জঙ্গল থেকে বহু সংখ্যক শাল গাছ চুরি হয়ে যাচ্ছে। একদল পাচারকারী সক্রিয় জেলায়। অনেকেই মনে করেন, স্থানীয়দের মধ্যে গাছের প্রতি ভালোবাসা জন্মালে রক্ষা পাবে বনভূমি। গাছ কেটে পাচারেও বাধা পাবে দুস্কৃতিরা। তাই ভালোবাসার দিনে বনভূমি রক্ষার্থ এই ধরনের কর্মসূচী বলে জানান রেঞ্জার মলয় ঘোষ।