যুদ্ধকালীন আইনের অধীনে ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট
শীর্ষ মুরগি রপ্তানিকারক এই দেশে বার্ড ফ্লু! বাণিজ্য নিষেধাজ্ঞা জারি
আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা
রাশিয়া কিছু "অগ্রহণযোগ্য" কথা বলেছে, দাবি করল ইউক্রেন

ভালোবাসার দিনে গাছে ফুলের মালা পরিয়ে বনভূমি বাঁচানোর শপথ শালবনীতে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভালোবাসার দিনে গাছে ফুলের মালা পরিয়ে বনভূমি বাঁচানোর শপথ শালবনীতে

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ভালোবাসার দিনটি অন্যরকম ভাবে পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আড়াবাড়িতে। গাছে ফুলের মালা পরিয়ে সবুজের ভালোবাসায় আবদ্ধ হলেন বনাধিকারী সহ বনকর্মী ও স্থানীয় মানুষজন। অঙ্গীকার করলেন সবুজ বাঁচানোর। এই সবুজ বাঁচাতে পাঁচ দশক আগে উত্তরাখণ্ডে গাছের গুঁড়ি জড়িয়ে ধরেছিলেন স্থানীয় মহিলারা। সেই ‘চিপকো আন্দোলন’ ঠাঁই পায় ইতিহাসে। আজও বিভিন্ন জায়গায় গাছ কাটা রুখতে স্থানীয় বাসিন্দা সহ ছাত্র ছাত্রীরা জড়িয়ে ধরছেন গাছ। সোমবার ভালোবাসার দিনে আড়াবাড়ি বনাঞ্চলে গাছে ফুলের মালা পরিয়ে সবুজের প্রতি ভালোবাসা ও রক্ষার্থে অঙ্গীকারবদ্ধ হলেন উপস্থিত সকলে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে আড়াবাড়ি বনাঞ্চলের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন, সিসিএফ কেপি সিং, ডিএফও সন্দীপ বেরওয়াল, রেঞ্জার মলয় ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া, গোয়ালতোড়ের জঙ্গল থেকে বহু সংখ্যক শাল গাছ চুরি হয়ে যাচ্ছে। একদল পাচারকারী সক্রিয় জেলায়। অনেকেই মনে করেন, স্থানীয়দের মধ্যে গাছের প্রতি ভালোবাসা জন্মালে রক্ষা পাবে বনভূমি। গাছ কেটে পাচারেও বাধা পাবে দুস্কৃতিরা। তাই ভালোবাসার দিনে বনভূমি রক্ষার্থ এই ধরনের কর্মসূচী বলে জানান রেঞ্জার মলয় ঘোষ।