নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব জুড়ে যখন পালিত হচ্ছে 'প্রেমের দিবস', তখনই পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে জারি হলো সার্কুলার। এতে বলা হয়েছে মহিলা শিক্ষার্থীরা মাথা ও বুক সঠিকভাবে হিজাব দিয়ে ঢেকে রাখবে এবং পুরুষ শিক্ষার্থীরা সাদা প্রার্থনার ক্যাপ পড়ে থাকবে। পুরুষ-মহিলা শিক্ষার্থীদের ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই নির্দেশিকা লঙ্ঘনকারীকে PKR ৫০০০ জরিমানা করতে হবে। ইসলামাবাদে এই দিনটিকে ''হায়া দিবস'' হিসেবে ঊল্লেখ করেছে।