ভালোবাসার দিবসে পাকিস্তানে জারি হলো সার্কুলার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভালোবাসার দিবসে পাকিস্তানে জারি হলো সার্কুলার

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব জুড়ে যখন পালিত হচ্ছে 'প্রেমের দিবস', তখনই পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে জারি হলো সার্কুলার। এতে বলা হয়েছে মহিলা শিক্ষার্থীরা মাথা ও বুক সঠিকভাবে হিজাব দিয়ে ঢেকে রাখবে এবং পুরুষ শিক্ষার্থীরা সাদা প্রার্থনার ক্যাপ পড়ে থাকবে। পুরুষ-মহিলা শিক্ষার্থীদের ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই নির্দেশিকা লঙ্ঘনকারীকে PKR ৫০০০ জরিমানা করতে হবে। ইসলামাবাদে এই দিনটিকে ''হায়া দিবস'' হিসেবে ঊল্লেখ করেছে।