ভালোবাসার দিনে মুক্তি পেল 'পুতুল আমি'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভালোবাসার দিনে মুক্তি পেল 'পুতুল আমি'

নিজস্ব প্রতিনিধি- অনুপম রায়ের সুরে প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধল ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দোপাধ্যায়। মিউজিক ভিডিওটির নাম 'পুতুল আমি'। পুরনো দিনের প্রেম নয়, এই গানে আধুনিক প্রেমের কথাই বলেছেন অনুপম।