হাতি উদ্ধারকার্যে দেরী হওয়ায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাতি উদ্ধারকার্যে দেরী হওয়ায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ

নিউজ ডেস্কঃরাতের অন্ধকারে খাবারের খোঁজে বেরিয়ে জমির মধ্যে থাকা কুঁয়োতে পড়ে গেল একটি হাতি। ঘটনাটি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পাটাঝরিয়াতে।ওই এলাকায় থাকা ত্রিশটি হাতির একটি পাল রাতে খাবারের সন্ধানে নেমে পড়ে আলু জমিতে। ব্যাপক ক্ষতি করে আলুর। কোনকারণে জমির পাশে থাকা একটি পাতকুঁয়ায় হাতিটি পড়ে যায়। 


সোমবার ভোর চারটা নাগাদ গ্রামবাসীরা বুঝতে পেরে খবর দেন বনদপ্তরে। তবে সকাল আটটা পর্যন্ত হাতিটিকে উদ্ধারের জন্য কোন ভূমিকা দেখা যায়নি বন দফতরের। পরে জেসিবি নিয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় চাষীরা।




তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফসলের ক্ষতি করলেও কোনরকম ক্ষতি পূরণ পাওয়া যায়নি।তাদের দাবি, উদ্ধারকাজের আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। লালগড় রেঞ্জের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা শুরু করেন। পরে শুরু হয় উদ্ধার কাজ।