নিজস্ব সংবাদদাতাঃ চার পুরনিগমের সবকটিতেই জয়ের পথে তৃণমূল। সোমবার সকালে গণনা শুরু হওয়ার পর থেকেই ঘাসফুল ফুটতে শুরু করে একাধিক ওয়ার্ডে। শিলিগুড়িতেও পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। মেয়র হবেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। নিজেই সে কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।