শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা

দ্বিগবিজয় মাহালী-ডেবরায় এক স্কুলের শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা।স্কুলে গেলে রিতীমতো দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ।অভিযোগ উঠেছে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা এলাকার সিপিএম নেতা শিব শংকর অধিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের চকসাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে।শিক্ষিকা সুস্মিতা মাইতি জানার অভিযোগ স্কুলের টাকা নয় ছয় করার জন্য প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।তাই তাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তাকে স্কুলে গেলে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। 



এমনকি স্কুলে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। এ মত অবস্থায় শিক্ষা দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সুস্মিতা জানা। যদিও শিব শংকর অধিকারীর অভিযোগ ওই শিক্ষিকা রিতীমতো স্কুলের চাল চুরি করে বিক্রি করেন।তাই গ্রামের মানুষজন চান না উনি ওই স্কুলে থাকুক। তাই গত ১১ই ফেব্রুয়ারী থেকে স্কুলে এই পরিস্থিতিই চলছে।রবিবার ওই শিক্ষিকা ডেবরা থানায় উপস্থিত হয়েছেন অভিযোগ জানানোর জন্য।যদিও স্কুলের সভাপতি এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ।