ভালোবাসার কোলাজ পোস্ট করলেন শোভন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভালোবাসার কোলাজ পোস্ট করলেন শোভন

নিজস্ব প্রতিনিধি-ভালোবাসার দিনে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে মিষ্টি কিছু মুহূর্ত ভাগ করে নিলেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়।ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষটিকে বিশেষ বার্তা পাঠিয়েছে তারকা থেকে শুরু করে সাধারন মানুষরা। ঠিক তেমনই সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা এবং তার কোলাজ করা বিভিন্ন মুহূর্তের গল্প তুলে ধরেছে তার ইনস্টাগ্রামে রিলে। ছবি শেয়ার করে শোভন লিখেছেন, 'শুভ প্রেম দিবস' তার কিছুক্ষণ বাদেই আদুরে কমেন্ট স্বস্তিকার,'মার খাবি?' এই কমেন্ট নিছকই খুনসুটি। তাতে সম্মতিও জানিয়েছে শোভোন।