নিজস্ব সংবাদদাতা : টিকিট না পেয়ে ভোটের মুখে দলত্যাগ করার ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু টিকিট পাওয়ার পরেও কেন দল ছাড়লেন অর্জুন সিং তিন বিজেপি নেতা? পুরভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন বিজেপির তিন পুরপ্রার্থী সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং। সম্পর্কে এরা বিজেপি সাংসদের ভগ্নিপতি, বোনপো ও ভাইপো। শনিবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে অর্জুন ঘনিষ্ঠ এই তিন নেতা পদার্পণ করলেন ঘাসফুল শিবিরে। বিজপিতে সম্মান না পাওয়া, সিনিয়রদের সম্মান না থাকা, দলের কোন্দলই দলত্যাগের কারণ বলে জানালেন সৌরভ সিং।