মুসলিম প্রতিবন্ধী পিতা-পুত্র, 'মন্দিরের রক্ষক'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুসলিম প্রতিবন্ধী পিতা-পুত্র, 'মন্দিরের রক্ষক'

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মুসলিম পিতা-পুত্র উভয়ই বহু বছর ধরে একটি শিব মন্দিরের দেখাশোনা করছেন। উপত্যকা অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক উৎকৃষ্ট উদাহরণ। নিসার আহমেদ ও তার বাবা শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ে একটি ছোট শিব মন্দির, গোপী তিরিথ মন্দিরের তত্ত্বাবধানে আছেন ছয় বছর ধরে। তারা মন্দির চত্বর পরিষ্কার, সবজি চাষ, বাগান দেখাশোনা প্রভৃতি কাজ করেন।