নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে তপ্ত পঞ্জাব রাজ্য। ভোটকে পাখির চোখ করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। সেইসঙ্গে একে অপরকে চলছে দোষারোপের পালা। এবার আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে এক হাত নিলেন পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি ব্রিটিশ শাসনের প্রসঙ্গ টেনে বলেন, 'ব্রিটিশরা ভারতকে লুণ্ঠন করতে এসেছিল, একইভাবে, কেজরিওয়াল এবং তার দিল্লির পরিবার রাঘব চাড্ডা এবং অন্যান্য বহিরাগতরা পঞ্জাবকে লুণ্ঠন করতে এসেছে। কিন্তু পাঞ্জাব তাদের জায়গা দেখাবে, যেমনটি মুঘল, ব্রিটিশদের সঙ্গে করেছিল।' অন্যদিকে অবৈধ খনন মামলায় রোপার প্রশাসনের কাছ থেকে ক্লিনচিট পাওয়ার বিষয়ে চান্নি বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল একজন মিথ্যাবাদী... আমার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনওটিই সত্য ছিল না। তারা সরকারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সত্যের জয় হয়েছে।'