নিজস্ব সংবাদদাতাঃ সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল নর্মদা নদীর নীচে। আচমকাই ধসে গেল সুড়ঙ্গের একটি অংশ। সু়ড়ঙ্গের ভিতরে কর্মরত শ্রমিকেরা তাড়াহুড়ো করে বেরনোর চেষ্টা করলেও, তার আগেই নেমে আসে বিপদ। শনিবার মধ্য প্রদেশ-এর কাটনি জেলায় নর্মদা ভ্যালিতে মাটির নীচে একটি সুড়ঙ্গ তৈরির সময়ই এই বিপত্তি ঘটে। ভিতরে আটকে পড়েন নয়জন শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় জরুরি মোকাবিলা দফতর। রাতভর প্রচেষ্টা চালিয়ে সাতজন শ্রমিককে উদ্ধার করা হলেও, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন দুইজন শ্রমিক।