নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষে দেবগুরু বৃহস্পতি বিশেষ স্থান লাভ করেছেন। বৃহস্পতি শুভ হলে ব্যক্তির ভাগ্যোদয় হয়। ২৭টি নক্ষত্রের মধ্যে পুনর্বসু, বিশাখা ও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ২ মাস পর্যন্ত মেষ, মিথুন, সিংহ এবং তুলা এই ৪ রাশির জাতকদের ওপর দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকবে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। দাম্পত্য জীবন মাধুর হবে।