হরি ঘোষ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এদিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন জেলা পরিষদ প্রাঙ্গনে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে হুল দিবস উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি সুভদ্রা বাউরি, জেলা পরিষদের সদস্যরা ও দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা।
এদিন অনুষ্ঠানের শুরুতে হুল দিবসের পতাকা উত্তোলন করে এবং সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি বৃক্ষ রোপন করেন জেলা পরিষদের সভাধিপতি। আদিবাসী নৃত্য সহ আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের নিয়ে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জানান এই দিনটি তারা প্রতিবছরের মতো উৎসবের আকারে পালন করে থাকেন।