মারণ সেলফি! ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুই যুবকের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মারণ সেলফি! ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুই যুবকের

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ  মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত মেদিনীপুর কাঁসাই ব্রিজ। বিকেল হলেই ব্রিজের পাশে ভিড় জমে সাধারণ মানুষের। চলে সেলফি তোলার হিড়িক। আর সেই সেলফি মৃত্যু ডেকে আনবে তা কি কেউ ভাবতে পারে। শনিবার বিকেলে পিকনিক করতে এসেছিল একদল যুবক। পিকনিক শেষে ব্রিজের সামনে দাঁড়িয়ে ট্রেনের সাথে সেলফি উঠতে গিয়ে বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুই যুবকের এবং আহত হয় এক যুবক। মৃত দুই যুবকের বাড়ি মেদিনীপুর সদর ব্লকের রাজবাগান এলাকায়। মৃত দুই যুবকের নাম শেখ মোস্তাক আলী ও আবির গায়েন। আহত যুবকের নাম জনমুত গায়েন। আহতকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডাক্তাররা। প্রত্যক্ষদর্শীদের দাবি তিন যুবক পিকনিক শেষে রেল লাইনের মাঝে দাঁড়িয়ে স্টেশন থেকে ট্রেন আসার সময় সোজাসুজি দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেনের শব্দ শুনে একে অপরকে পালানোর কথা বলতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তৎক্ষণাৎ ট্রেনটি এসে পিষে দিয়ে চলে যায় দুই যুবককে। আরেক যুবক সাইডে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যায়। রেল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মেডিকেল কলেজে। আর পি এফ এর ওসি ভূপেন্দ্র কুমার যাদব জানান ঘটনাটি খুবই মর্মান্তিক। লোকাল ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। পাশাপাশি মৃতদেহগুলো ময়না তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন আরপিএফ এর ওসি। সেই সঙ্গে তিনি জানান এই ধরনের সেলফি পরবর্তীকালে কেউ যেন না তুলেন।