মনোনয়ন পত্র প্রত্যাহার বিক্ষুব্ধ তৃণমূল নেতা অনুপ চক্রবর্তীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মনোনয়ন পত্র প্রত্যাহার বিক্ষুব্ধ তৃণমূল নেতা অনুপ চক্রবর্তীর

দিগবিজয় মাহালি, ঘাটালঃ দীর্ঘ টালবাহানার পর মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা বিক্ষুব্ধ তৃণমূল নেতা অনুপ চক্রবর্তী। জানা যায়,তৃণমূলের প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনুপ চক্রবর্তীর। কিন্তু পরে তাকে ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী করা হয়। ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্থী পদ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী অজিত রঞ্জন দে এর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে নমিনেশন ফাইল করেছিলেন তৃণমূল নেতা অনুপ চক্রবর্তী। এরপরেই অস্বস্তিতে পড়ে ঘাটাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রাজ্য নেতৃত্বদের কাছ থেকে আদেশ আসার পর অনুপ চক্রবর্তীকে নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা। তারপর আজ ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইতের উপস্থিতিতে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নমিনেশন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ ওই তৃণমূল নেতা।  অনুপ চক্রবর্তী বলেন "রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কথা মত নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করেছি এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অজিত রঞ্জন দে'র হয়ে ভোটে কাজ করব।" অবশেষে স্বস্তি পেল ঘাটাল তৃণমূল নেতৃত্বরা।